ভাঙা জীবন
সাবিত্রী দাশ (নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর)

ভাঙা জীবনে লিখে যাই আমি
রচি কবিতায় মালা ,
সুখের আবেশ জাগে না মর্মে
হৃদয়ে দুঃখের জ্বালা।
চাইনা আমি গাড়ি বাড়ি
নীরবে লিখি মানবের তরে ,
ভাঙা জীবন ভাঙাই থাক
যদি শান্তি থাকে ঘরে।
এই জীবনে জেগে আছে তবু
নতুন ভোরের গান ,
ভাঙা জীবন গড়ে নিতে হলে
চাই যে নতুন প্রাণ।
হাসি মুখে যে দুঃখ কষ্ট
বেদনা সয়েছি কতো ,
স্মৃতির অ্যালবামে বাঁচিয়ে রেখেছি
হৃদয়ের গভীর ক্ষত।
খুঁজেছি আমি কবিতায় হায়
পাইনি কোন ছন্দ ,
খুশি আনন্দ হারিয়ে গেছে
রয়েছে শুধুই দ্বন্দ।
CATEGORIES কবিতা