
বরাকর বেগুনিয়ায় কয়লা উৎপাদনের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ,বিসিসিএলের উদ্যোগ
কৌশিক মুখার্জী: কুলটি:-
ভারত কোল লিমিটেডের (বিসিসিএল)ডিরেক্টর টেকনিক্যাল মনোজ আগরওয়াল বরাকরের বেগুনিয়া এরিয়া অফিসে কয়লা উৎপাদনের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এই লক্ষ্য অর্জনের জন্য শনিবার তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে উৎপাদন বৃদ্ধির কৌশল, প্রযুক্তিগত উন্নয়ন এবং কার্যক্রমের দক্ষতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এছাড়াও, মনোজ আগরওয়াল স্থানীয় জমিদাতা কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন। কৃষকদের জমি অধিগ্রহণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত সমস্যা গুলোর দ্রুত সমাধানের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেন। এই পদক্ষেপ স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতি বিসিসিএল-এর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।দামাগোড়িয়া কোলিয়ারির প্রজেক্ট ম্যানেজার ধর্মেন্দ্র তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,“নতুন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা সব ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি। একইসঙ্গে স্থানীয় কৃষকদের সমস্যা সমাধানে আমরা অগ্রাধিকার দিচ্ছি।” এই উদ্যোগ বেগুনিয়া এরিয়ার কয়লা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।