সালানপুরে রেললাইন সংলগ্ন নর্দমায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সালানপুরে রেললাইন সংলগ্ন নর্দমায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রবিবার সন্ধ্যায় সালানপুর থানা এলাকার রামডিহ মোড় কালী মন্দির সংলগ্ন সালানপুর রূপনারায়ণপুর রেলওয়ে স্টেশনের মাঝে আপ রেললাইনের পাশে একটি নর্দমায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। সূচনা পেয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণ করে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত দেহটি নর্দমায় সম্পূর্ণ ডুবে ছিল, শুধুমাত্র একটি পা বাইরে ছিল। রেললাইন পরীক্ষা করতে গিয়ে একজন রেলকর্মী মৃতদেহটি দেখতে পান এবং কর্তৃপক্ষকে খবর দেন। ঘটনাস্থলে আরপিএফ, জিআরপিএফ এবং স্থানীয় পুলিশের দল পৌঁছে তদন্ত শুরু করে।জিআরপিএফ মৃতদেহটি নর্দমা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে মৃতের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে।স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের ঘটনা এলাকায় বিরল। পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )