বরাকরে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, বিশ্ব হিন্দু পরিষদের পথ অবরোধ

বরাকরে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, বিশ্ব হিন্দু পরিষদের পথ অবরোধ

কৌশিক মুখার্জী: কুলটি:-

পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত বরাকরে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে সোমবার তীব্র প্রতিবাদে সামিল হয় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) কুলটি শাখা। বরাকরের বেগুনিয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। বিক্ষোভের ফলে কিছুক্ষণের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়।ভিএইচপি সূত্রে জানা গেছে, রবিবার বরাকরে মহরম উপলক্ষে তাজিয়া মিছিলের সময় বরাকর স্টেশন রোডের শিব মন্দির সংলগ্ন এলাকায় সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগ, তাজিয়া মিছিল পার হয়ে যাওয়ার পর একজন পুলিশ অফিসার তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ভিএইচপি সদস্যরা মিছিল সহকারে বেগুনিয়া মোড়ে পৌঁছে পথ অবরোধ করেন এবং রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন।বিক্ষোভকারীদের দাবি, ওই পুলিশ অফিসারকে অবিলম্বে তাঁদের কাছে ক্ষমা চাইতে হবে। তবে, সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে কিছুক্ষণ পর তারা নিজেরাই অবরোধ তুলে নেন। ভিএইচপি-র এক সদস্য জানান, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানিয়েছি। পুলিশের এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”অন্যদিকে, পুলিশ এই দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। কুলটি থানার এক আধিকারিক জানান, “আমরা কোনও দুর্ব্যবহারের ঘটনার সঙ্গে জড়িত নই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে।”এই ঘটনায় এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ ও স্থানীয় সংগঠনগুলির মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )