ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে কবিগুরু স্মরণে ২২শে শ্রাবণ

ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে কবিগুরু স্মরণে ২২শে শ্রাবণ

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- কবিগুরুর স্মরণে ৮ আগস্ট ২০২৫(২২ শে শ্রাবণ ১৪৩২) শুক্রবার দুপুর দু’টো থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের রবীন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত হয়।পশ্চিমবঙ্গ সরকারের ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দফতরের উদ্যোগ ও পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, এছড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি অধিকারীক ব্রতী বিশ্বাস(দত্ত)। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডা: অলক জলদাতা, বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি, প্রখ্যাত চিকিৎসক ও নাট্যব্যক্তিত্ব ডা. রামপ্রসাদ মণ্ডল, মথুরাপুর-১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ণব চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক কিংশুক ভট্টাচার্য, সহ আরও অনেকে। এদিন বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির সাত শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে স্বাগত ভাষণ দেন মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শ্রীমতি ব্রতী বিশ্বাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। কবিগুরুর প্রতিকৃতি, পূর্ণায়াবব মূর্তি ও আবক্ষ মূর্তিতে মাল্যার্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং সকল শিক্ষাকর্মীগণ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনৃত্য, আবৃত্তি, সংগীত প্রভৃতি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক চন্দন মাইতি বর্তমান শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের চিন্তাধারার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরেন। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ব্রতী বিশ্বাস অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষে রবীন্দ্র স্মরণে ছাতিম চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন সাংসদ বাপি হালদার।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )