
মাইথন ড্যামে গর্ভবতী মহিলাকে বিষাক্ত চিতি সাপের কামড়
কৌশিক মুখার্জী: সালানপুর:-
মাইথন ড্যামের মজুমদার নিবাস সংলগ্ন এলাকায় চা-নাস্তার দোকান চালানো শম্ভু দেবনাথের প্রায় ৩২ বছর বয়সী স্ত্রী পূর্ণিমা দেবনাথ গত রবিবার গভীর রাতে একটি বিষাক্ত চিতি সাপের(কমন ক্রেত) কামড়ের শিকার হন। ঘটনার পর তড়িঘড়ি সোমবার ভোরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।পূর্ণিমার স্বামী শম্ভু দেবনাথ জানান, রাত প্রায় একটার দিকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কারণে বাড়ির সব বৈদ্যুতিক আলো বন্ধ করে দেওয়া হয়েছিল। পূর্ণিমা মশারি টাঙিয়ে ঘুমোতে যান। ঘুমানোর প্রায় আধ ঘণ্টা পর তিনি শরীরে কিছু কামড়ের মতো অনুভব করেন। আলো জ্বালিয়ে দেখা যায়, একটি চিতি সাপ তাকে কামড় দিয়ে বিছানায় শুয়ে আছে। শম্ভু আরও জানান, তার স্ত্রী বর্তমানে গর্ভবতী, ফলে এই ঘটনা তাদের জন্য দ্বিগুণ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্ণিমার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আইসিইউ-তে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা তার অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই ঘটনার পর মাইথন এলাকায় ভয় আর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সাপের উপদ্রব রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।