
পরিহার পুড়ে মাছের জালে আটক পরলো এক বিশাল অজগর সাপ
প্রদীপ বাড়ুই: জামুড়িয়া:- জামুড়িয়া থানার অন্তর্গত অবস্থিত তিন নম্বর ওয়ার্ড পরিহারপুর গ্রামে মাছের জালে আটক পড়লো একটি বিশাল আকৃতির অজগর সাপ, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তারা সঙ্গে সঙ্গে শ্রীপুর ফাঁড়িতে খবর দেয় এবং শ্রীপুর ফাঁড়ি ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেয়, ঠিক তার পরই ফরেস্ট ডিপার্টমেন্টের এক রেসকিউবার যে নয়ন স্নেক সেভার নামেও পরিচিত তাকে ঘটনাস্থলে উদ্ধারকার্যের জন্য পাঠান এবং তিনি সুরক্ষিতভাবে সাপটিকে উদ্ধার করেন, কিন্তু রেসকিউ করার সময় গ্রামের একজন স্থানীয় বাসিন্দা যার নাম বাপি গোপ, এনাকে হাজার বার বারণ করা শর্তেও জলে নেমে সাপটির সামনে যান এবং এই বিষয়ে কোন রকম কোন নলেজ না থাকা শর্তেও সাপটিকে উদ্ধার করার চেষ্টা করেন, ঠিক সেই সময়ই সুযোগ পাওয়া মাত্রই অজগর সাপটি সেই ব্যক্তির হাতের আঙ্গুলে কামড়ে বসিয়ে দেয়, এবং তারপর সেখানে উপস্থিত রেস্কিউবার সে ব্যক্তিকে সঙ্গে সঙ্গে উপরে সুরক্ষিত ভাবে তুলে নিয়ে আসে এবং সে ব্যক্তিকে সাপের হাত থেকে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারপর সেই সাপটিকে নিরাপদ এবং বড় জঙ্গল দেখে মুক্ত করে দেয়া হয়।