
কুলটিতে যুবতীর খুনের ঘটনায় গ্রেপ্তার দুই
কৌশিক মুখার্জী: কুলটি:- কুলটিতে যুবতী খুনের ঘটনায় গ্রেপ্তার প্রেমিক ও তার ভাই।বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন পুলিশ।অভিযুক্ত প্রেমিক শুভম বাউরী ও তার ভাই রোহন বাউরী, কুলটির নিয়ামতপুর প্রিয়া লাইনপারের বাসিন্দা।প্রসঙ্গত গত সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় যুবতী মনিকা মণ্ডল।মঙ্গলবার প্রেমিক শুভম বাউরির বাড়ির পাশে কুয়ো থেকে ওই নিখোঁজ যুবতীর মৃতদেহ উদ্ধার হয়।এমনকি মৃত যুবতীর চটি শুভমের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়।মৃতার পরিবারের অভিযোগ শুভম তার ভাই কিশোরীকে খুন করেছে।মৃতার পরিবারের তরফে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে।অভিযোগের ভিত্তিতে শুভম বাউরি এবং রোহন বাউরি গ্রেফতার করে পুলিশ।
CATEGORIES আসানসোল