নিয়ামতপুর-ডিসেরগড় রাস্তায় গর্ত নয়, যেন ধানখেত

নিয়ামতপুর-ডিসেরগড় রাস্তায় গর্ত নয়, যেন ধানখেত

কৌশিক মুখার্জী: কুলটি:-


নিয়ামতপুর থেকে ডিসেরগড় যাওয়ার রাস্তার দশা এখন এমন যে, গাড়ি চলার বদলে ধান চাষই মনে হয় উপযুক্ত! বড় বড় গর্তে জমে থাকা জল আর ভাঙা রাস্তার জেরে এই পথে যাতায়াত যেন প্রতিদিনের দুঃসাহসিক অভিযান। এই অবস্থার প্রতিবাদে কুলটি ব্লক জাতীয় কংগ্রেস অনন্য উপায়ে সরকারের ঘুম ভাঙাতে মাঠে নেমেছে। রাস্তা অবরোধ করে গর্তে ধানের চারা রোপণ করে তারা দেখিয়ে দিল, এই রাস্তা যাতায়াতের জন্য নয়, বরং চাষবাসের জন্যই বেশি প্রস্তুত!কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “প্রতিদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। পিডব্লিউডি কিংবা পৌর নিগমের কেউ এদিকে তাকাচ্ছে না। ভোট এলেই কি রাস্তা সারাই হবে? তার আগে জনগণের দুর্ভোগের কথা কে ভাববে?” তাঁর অভিযোগ, প্রচুর মানুষের আনাগোনার এই রাস্তা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। এই বিক্ষোভের মাধ্যমে কংগ্রেস শুধু প্রতিবাদই করেনি, সরকারের নাকের ডগায় একটা তীক্ষ্ণ বার্তাও পৌঁছে দিয়েছে। গর্তে ধানের চারা রোপণের এই প্রতীকী কর্মসূচি জনমনে হাস্যরসের সঙ্গে সঙ্গে গভীর ক্ষোভও জাগিয়েছে। স্থানীয়রা বলছেন, “রাস্তা নয়, যেন চাঁদের পৃষ্ঠ! সরকারের উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা গর্তে পড়ে হাত-পা ভাঙছি।” এখন প্রশ্ন, সরকার কি এই ধানখেত-রাস্তা সারাইয়ের উদ্যোগ নেবে, নাকি ভোটের আগে আরেকটু ‘চাষ’ চলবে? জনগণের দাবি, উন্নয়নের নামে গর্তে ধান রোপণ নয়, সত্যিকারের রাস্তা চাই!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )