
দীঘা ঘুরতে যাবার পথে দূর্ঘটনায় মৃত আসানসোলের ৪ জন বাসিন্দা
কৌশিক মুখার্জী: আসানসোল:-
শুক্রবার রাত্রে আসানসোল পৌরনিগমের ২২ নং ওয়ার্ডের করুণাময়ী আবাসনের চারজন নিজেদের চারচাকা গাড়ী করে দীঘা যাবার পথে মেদিনীপুর জেলার বেলদা থানার কাছে কোন গাড়ির সাথে সংঘর্ষ হওয়াতে চারজন ঘটনাস্থলে মারা যায়, শণিবার সকালে বাড়ীর লোক খবর পেয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আসানসোলের করুণাময়ী আবাসনের বিশ্বজিৎ মন্ডল, হিমাদ্রিশেখর পাত্র, কার্ত্তিক লাহিড়ী ও অতনু ভদ্র শুক্রবার রাত্রে নিজেদের চারচাকা গাড়ীতে করে দীঘা যাবার সময় মেদিনীপুর জেলার বেলদা থানার কাছে কোন গাড়ির সাথে সংঘর্ষ হওয়াতে চারজন ঘটনাস্থলে মারা যায় শণিবার সকালে খবর পেয়ে তারা মেদিনীপুর উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন বলে জানান বিশ্বজিৎ মন্ডলের ভাই সোমনাথ মন্ডল।খবর পেয়ে এলাকার কাউন্সিলর অনিমেষ দাস আসেন তিনি জানান এরা খুব সক্রিয় সদস্য ছিল এরা মারা যাওয়াতে এলাকা খালি হয়ে গেল তিনি খুব মর্মাহত।