বরাকরে দুই যুবতীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে গ্রেপ্তার ৬

বরাকরে দুই যুবতীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে গ্রেপ্তার ৬

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর স্টেশন রোডে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায়!অভিযোগ, স্কুটিতে করে যাওয়া দুই যুবতীকে একটি চারচাকা গাড়িতে থাকা ছয় জন বারবার হর্ন বাজিয়ে বিরক্ত করেন। এছাড়াও, তাঁরা অশ্লীল ভাষায় কথা বলে, অশোভন ইঙ্গিত দিয়ে এবং অসভ্য আচরণ করে যুবতীদের হয়রানি করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে যুবতীরা তাঁদের স্কুটি গাড়ির সামনে দাঁড় করিয়ে প্রতিবাদ জানান।ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং উপস্থিত মানুষজন ঘটনা শুনে তাঁরা গাড়ির চাবি খুলে যুবতীদের হাতে তুলে দেন। পরে যুবতীরা গাড়ির চাবি বরাকর ফাঁড়ির পুলিশের কাছে জমাদেন এবং অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।এরপর অভিযুক্ত যুবকদের অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )