
অনুষ্ঠিত হলো বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে যোগাসন, অঙ্কন ও লোকনৃত্য প্রতিযোগিতা
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, কলকাতা -:
দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর আজও যুব সমাজের শারীরিক, নৈতিক ও মানসিক উন্নতিতে রাজ্যব্যাপী সুনামের সঙ্গে কাজ করে চলেছে বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। সম্প্রতি তাদের উদ্যোগে কলকাতার বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হলো সারা বাংলা স্বর্গীয় শম্ভুনাথ মল্লিক স্মৃতি অঙ্কন, স্বর্গীয় স্নেহেশ সূর স্মৃতি যোগাসন ও স্বর্গীয় দিলীপ হাজরা স্মৃতি লোকনৃত্য প্রতিযোগিতা।
রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় যোগাসনে অংশগ্রহণ করেন ৯০০ জন যার বিচারক ছিলেন নয়ন শঙ্কর ভট্টাচার্য্য, অঙ্কনে ২৬০ জন যার বিচারক ছিলেন বিশ্বজিৎ সেনগুপ্ত এবং মন্দিরা মুখার্জ্জীর তত্ত্বাবধানে লোকনৃত্যে অংশগ্রহণ করেন ২০০ জন। এরা প্রত্যেকেই ১৯ টি জেলায় আয়োজিত প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। রাজ্যের পক্ষ থেকে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের কর্মকাণ্ডকে রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের বয়সকে উপেক্ষা করে গত কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তৃপ্তি প্রামাণিক ও মন্দিরা মুখার্জ্জী। প্রতিটি জেলায় পাশে পেয়েছেন একদল উদ্যমী মানুষকে। এছাড়া সংস্থার অফিসিয়াল, সেনানী ও কর্মীরা অসাধারণ পরিশ্রম করে সংস্থার প্রতিটি কর্মকাণ্ডকে সফল করে তোলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশন এর সম্পাদক ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শ্গৌতম সিনহা এবং প্রাক্তন সম্পাদক ও জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের প্রধান উপদেষ্টা কমলেশ চ্যাটার্জী , বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক ডা. সৌমেন দাস, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ গুহ ও কিশোরী মোহন মান্না, বিশেষ আইনজীবী প্রদীপ শীল, সংস্থার রাজ্য সম্পাদিকা তৃপ্তি প্রামাণিক, যুগ্ম সম্পাদক নয়ন ভট্টাচার্য, সহ-সম্পাদিকা মন্দিরা মুখার্জ্জী সহ বিশিষ্ট ব্যক্তি।
প্রত্যেক সদস্য ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে মন্দিরা দেবী বলেন, এদের সবার অক্লান্ত পরিশ্রমের জন্যই এতবড় একটা অনুষ্ঠান সাফল্য লাভ করল। তিনি আগামী দিনেও সবার সহযোগিতা প্রার্থনা করেন।