পল্লী জননীর সন্তান

অনীতা প্রামানিক (কলকাতা)

আমি কৃষক পরিবারে জন্মাতে চাই,
পল্লী জননীর উপযুক্ত সন্তান হইয়ে।
ভোরের আলো ফুটতেই আলপথ বেয়ে শিশির সিক্ত কলমি মাড়িয়ে হেঁটে যাই
ধোঁয়া ওঠা চলমান নদীর ওপারে।
অঘ্রাণের ফলন্ত শীষের সুঘ্রাণ গায়ে মাখে সোনা রোদ।
উড়ন্ত ভ্রমর ফুলে ফুলে মিলন ঘটিয়ে ফিরে আসে আপন ঘরে।
আবছায়া দুপুর সুমিষ্ট গন্ধ মুঠোয় ভরে হারিয়ে যায় বিকেলে।
শুকতারা জেগে ওঠে ঈর্ষাময় সন্ধ্যায়।
আমি কৃষক পরিবারে জন্মাতে চাই,
আমার পল্লীজননীর ধুলামাখা ছিন্ন আঁচল গায়ে জড়িয়ে ঘুমপাড়ানি গান শুনতে শুনতে চাঁদ ছুঁয়ে হারিয়ে যাই ভোরে।
আমি গাঁয়ের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।
সমাজের অশিক্ষিত সরল বোকা মানুষের নিঃস্বার্থ ভাবে সেবা করতে চাই,
মানুষের মুখে হাসি ফোটাতে, আমি কৃষক পরিবারে স্বল্প শিক্ষায় শিক্ষিত হতে চাই।
নিষ্পাপ শিশুর হাসি মুঠোয় ভরে সারাদিনের ক্লান্তির অবসান ঘটাতে,
আমি কৃষক পরিবারে জন্মাতে চাই।
সমাজে কত কিশোর -কিশোরীর ইচ্ছার মৃত্যু ঘটেছে না পাওয়া যন্ত্রণা বুকে জড়িয়ে।
সদ্য মা হওয়া চোদ্দ বছর বয়সী কিশোরীর ইচ্ছের মর্যাদা দিতে ,
আমি কৃষক পরিবারে জন্মাতে চাই।
আমি দিনমজুরের পারিশ্রমিক দিয়ে গড়ে তুলতে চাই এই সমাজ।
আকাঙ্খার তরী বেয়ে দুরন্ত স্রোতে জাগ্ৰত হোক এই নিষ্ঠুর সমাজ।
চাই না প্রভাবশালী হতে।
আমি কৃষক পরিবারে জন্মাতে চাই পল্লী জননীর উপযুক্ত সন্তান হইয়ে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )