মগরাহাট থানার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

মগরাহাট থানার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

বাইজিদ মন্ডল: মগরাহাট:- কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের,মগরাহাট থানার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী,অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে, এসডিপিও শাকিব আহমেদ, সিআই রাজু স্বর্ণকার, মগরাহাট থানার ওসি পীযুষ কান্তি মন্ডল, ট্রাফিক ওসি তরুণ কান্তি ঘোষ সহ মগরাহাট থানার পুলিশ কর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, প্রায় শতাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা শারীরিক পরীক্ষা করেন। এছাড়াও ব্লাড প্রেসার, ব্লাড সুগার, চক্ষু পরীক্ষা, ইসিজি সহ একাধিক পরীক্ষা করা হয় এখানে। আগামী দিনে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিভিন্ন থানায় এই কর্মসূচি চলবে,এবং পুলিশ কর্মীদের ফিটনেসের উপর জোর দিতে এই মেডিকেল ক্যাম্প বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, পুলিশ কর্মীরা সব সময় কাজের চাপে শরীরের উপর নজর দেয় না তাই নিয়মিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা খুবই জরুরী। আজকে এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী, এসডিপিও শাকিব আহমেদ সহ একাধিক আধিকারিকরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )