
আসানসোলে পথ দুর্ঘটনায় নিহত দুই
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- পথ নিরাপত্তা মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর স্বপ্নের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পকে সফল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে পশ্চিম বঙ্গ রাজ্য ট্রাফিক গার্ডের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীরা। পথনাটিকা, র্যালি, সচেতনতামূলক শিবির ইত্যাদির মাধ্যমে নিয়মিত সাধারণ মানুষকে তারা সচেতন করার চেষ্টা করছেন। বিষয়টিকে আরও অর্থবহ করার লক্ষ্যে স্থানীয় ক্লাবগুলির সহযোগিতা তারা নিচ্ছেন। নানা ধরনের সচেতনতা মূলক কাজ করার পরও দুর্ঘটনার খামতি নেই। শুক্রবার পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলের ১৯ নম্বর জাতীয় সড়কের কালিপাহাড়ি মোড়ের কাছে দুর্ঘটনার জেরে মোটরবাইক আরোহী দুই জনের মৃত্যুর ঘটনা ঘটে।জানা গেছে আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার পথে মোটরবাইকে দুই আরোহীকে কোন বড় গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই দুই বাইক আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোলের নর্থ ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ পৌঁছে ওই দুই যুবককে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক ওই দুই আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই যুবক হলো রানীগঞ্জের আলিনগরের মহঃ কাইজার খান (৩৫) ও রনাই বোম্বে কলোনির মহঃ মিরাজ খান (৪০)।কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় তাও তদন্ত করে দেখছে পুলিশ।