কালাঝরিয়ায় জলের পাইপ লাইন সেতু, পিএইচই এবং পৌরনিগমের ইঞ্জিনিয়ার দের নিয়ে জরুরী বৈঠকে মেয়র

কালাঝরিয়ায় জলের পাইপ লাইন সেতু, পিএইচই এবং পৌরনিগমের ইঞ্জিনিয়ার দের নিয়ে জরুরী বৈঠকে মেয়র

সংবাদদাতা: আসানসোল:- গত বুধবার কালাঝরিয়ায় পিএইচই র জলের পাইপ লাইন নিয়ে যাবার সেতু আচমকা ভেঙে পড়াতে আসানসোল পৌরনিগমের বিভিন্ন জায়গায় পাণীয় জলের সমস্যা দেখা দেবার পর শুক্রবার দুপুরে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়  পিএইচই র ইঞ্জিনিয়ার, আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার দের নিয়ে জরুরী বৈঠক করলেন। মেয়র বিধান উপাধ্যায় জানান গত পরশু পিএইচঈ র সেতু ভেঙে যাবার ফলে মহিশীলা কলোনি, জামুড়ীয়া ও রাণীগঞ্জের বিভিন্ন জায়গায় পাণীয় জলের সমস্যা হয়েছে সেখানে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ট্যাংকার পাঠিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে, অন্য জায়গা থেকে জামুড়ীয়াতে জল পাঠানো হবে ফলে সেখানে ট্যাংকার পাঠানোর দরকার হবে না এবং ভেঙ্গে পড়ার জায়গা থেকে অল্প পরিমাণ জল মহিশীলার জন্য পাঠানো হচ্ছে, রাণীগঞ্জের জন্য ১৩ ট্যাংকার জল আজ থেকে পাঠানো শুরু হয়েছে। এক প্রশ্নের উত্তরে মেয়র বিধান উপাধ্যায় জানান ৪০/৪৫ বছর আগেকার প্রকল্প ভেঙে পড়া অস্বাভাবিক নয় আর জল না কমলে সেতু মেরামত করা সম্বভব নয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )