লুচিকথা

সুচিত্রা দাস (কলকাতা)

খাদ্যরসিক বন্ধু শোনো, ‘লুচি’ আমার নাম, ফুলকোমতো দেখতে আমি, মুচমুচে মোর চাম যেই না পাশে বসল এসে, কষা মাংসের বাটি আলুর দম আর ঘুগনি তখন জুড়লো কান্নাকাটি কি মুশকিল! কি মুশকিল! কেমন করে থামাই ভাবতে গিয়ে চুপসে গেলাম, রেগে গেল জামাই। কড়াই ভরা গরম তেলে, যেই না আমায় ছাড়ে ফুলে উঠি বেলুনসম, বাষ্প পেটে পুড়ে।
ফুলকো লুচির বেজায় কদর বাচ্চা বুড়োর কাছে, গন্ধ পেয়েই ছুটে আসে, ঠান্ডা হয়ে যায় পাচ্ছে। লুচি ছাড়া ছুটির দিন, ভাবাই বড়ো দায়, বাঙালীরা মজা করে ফুলকো লুচি খায়।
পেটের কথা পরে ভাবো, যতই হোক গ্যাস
খাস্তা লুচি পেটে ভরো, লজ্জা করলেই ব্যস্!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )