নার্সারী কে জি ও প্রাইমারি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র ভবনে

নার্সারী কে জি ও প্রাইমারি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র ভবনে

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে শনিবার জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হল সহরার হাট পূর্বাশা নার্সারী কে জি ও প্রাইমারি স্কুলের ২০২৫, বার্ষিক প্রাইজ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০০৯ থেকে আজ পর্যন্ত গুটি গুটি পায়ে হেঁটে ১৭ বছরে পদার্পণ করে ।এদিন ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় আমন্ত্রিত অতিথিদের তিলক,উত্তরিত পরিয়ে ও সংবর্ধনার মধ্য দিয়ে। তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন অতিথিগণ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন এই অনুষ্ঠানের সভাপতি দিলীপ কুমার দাস এইচ এম বেলসিংহ শিক্ষায়তন,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মলা হালদার এইচ এম হরিংডাঙ্গা হাই স্কুল, বলোরাম হালদার এইচ এম সাহারা যোগেন্দ্র হাই স্কুল,সুধামাধব সামন্ত বৃত্তি পরীক্ষার জেলা সভাপতি, সহরার হাট পূর্বাশা নার্সারী কে জি স্কুলের প্রধান শিক্ষিকা অমিতা হালদার,পূর্বাশা কেজি স্কুলের সভাপতি আশুতোষ মন্ডল,ইদ্রজিৎ মন্ডল ট্রেজারার,উপদেষ্টা সুখেন্দনাথ নস্কর,ক্যারাটে শিক্ষক মৃণাল ঘোষ,সরফুদ্দিন খান,বিভাস মন্ডল,বিশ্বজিৎ সাহা সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পূর্বাশা নার্সারী কে জি স্কুলের পড়ুয়া ও শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে। এরপর শুরু হয় শিশু শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল “এক বিশ্ব এক মন”। এই মূল ভাবনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নৃত্য নাটক, আবৃত্তি, প্রাদেশিক নৃত্য ইত্যাদি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিবেশিত করে যা দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে। এরপর অতিথিগণ শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের জন্য পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। এদিনের অনুষ্ঠানের বাড়তি পাওয়া ছিল সম্মানীয় অতিথিগণের প্রেরণামূলক ভাষণ। এর পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অমিতা হালদার তিনি ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )