
নানুরে শহীদ দিবসের প্রস্তুতি চূড়ান্ত, নতুন শহীদ বেদীতে যুক্ত আরও শহীদের নাম
রোহিত শেখ, নানুর, বীরভূম:- সূঁচপুর শহীদদের পাশাপাশি জায়গা পেলেন নানুরের অন্যান্য শহীদ তৃণমূল কর্মীরাও। আগামীকাল, ২৭ জুলাই রবিবার, বীরভূম জেলার নানুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হবে শহীদ দিবস। নানুরের বাসাপাড়ায় আয়োজিত এই শহীদ সমাবেশকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে দল। এবছরের অন্যতম বিশেষত্ব হল নতুন শহীদ মঞ্চ, যেখানে শুধু শুচপুর গণহত্যায় নিহতদের নয়, নানুর বিধানসভার অন্যান্য শহীদ তৃণমূল কর্মীদের নামও সংযুক্ত করা হয়েছে। ২০০০ সাল থেকে ২৫ বছরে পা দিলো নানুরে শহীদ দিবস। ২৫ বছরে পা দিয়ে ২৫ জন শহীদদের নাম যুক্ত হলো। ২০০০ সালের ২৭ জুলাই নানুরের সূঁচপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের ১১ জন কর্মী সিপিএমের হার্মাদ বাহিনীর হাতে নিহত হন বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেই থেকেই প্রতিবছর এই দিনটি ‘নানুর দিবস’ হিসেবে পালন করে আসছে তৃণমূল।
শহীদ দিবসের আগে শনিবার বাসাপাড়ায় শহীদ মঞ্চ ও সভাস্থল ঘুরে দেখেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুর বিধানসভার তৃণমূল পর্যবেক্ষক কাজল শেখ। তাঁর সঙ্গে ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলা ও ব্লক নেতৃত্ব। সভাধিপতি কাজল শেখ জানান, “নতুন শহীদ মঞ্চে নানুরের বিভিন্ন গ্রামে নিহত তৃণমূল কর্মীদের নাম যুক্ত করা হয়েছে। তাঁদের আত্মবলিদান স্মরণ করতেই এই উদ্যোগ।”
শহীদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও মলয় ঘটক। তাঁদের সঙ্গে থাকবেন জেলা তৃণমূল কোর কমিটির সদস্য ও অন্যান্য নেতৃত্বও।