আর পি এফের তাড়া খেয়ে পালাতে গিয়ে হকারের পা কেটে যাওয়ার অভিযোগ

আর পি এফের তাড়া খেয়ে পালাতে গিয়ে হকারের পা কেটে যাওয়ার অভিযোগ

সংবাদদাতা, আসানসোল:- শণিবার সকালে আসানসোল স্টেশনে এক হকারের পা কেটে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আই এন টি টি ইউ সির নেতা রাজু আলুওলিয়া। আহত রাহুল সিং নামের হকারকে আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাজু আলুওলিয়া জানান ট্রেনে বেকার যুবকেরা হকারি করে সংসার চালায় কিন্তু রেলের আর পি এফের কর্মীরা তাদের উপর প্রত্যেকদিন অত্যাচার করে তাদের জিনিসপত্র কেড়ে নিয়ে ফাইন করে আজ সকালে রাহুল সিং নামে এক হকারকে ট্রেনে হকারি করার সময় তাকে ধরার জন্য তাড়া করে ট্রেন থেকে ফেলে দেওয়াতে তার পা কেটে যাওয়াতে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পি এফের অত্যাচার চরম সীমায় চলে গেছে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )