বাসাপাড়ায় শহীদ সমাবেশে ২৫ জন শহীদকে শ্রদ্ধা, উপস্থিত মন্ত্রীরা

বাসাপাড়ায় শহীদ সমাবেশে ২৫ জন শহীদকে শ্রদ্ধা, উপস্থিত মন্ত্রীরা

রোহিত শেখ, নানুর, বীরভূম:- ২০০০ সালে সূচপুর গণহত্যার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ নানুরের বাসাপাড়ায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। ২০০০ সালের এই দিনে যে ১১ জন ক্ষেতমজুর রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন, তাঁদের স্মরণে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয় এই শহীদ স্মরণ অনুষ্ঠান।

রবিবার দুপুরে সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক, জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, জেলা কোর কমিটির চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অসিত মাল। তাঁরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

প্রসঙ্গত, ২০০০ সালের ২৭শে জুলাই সূচপুরে ঘটে যাওয়া রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত হন ১১ জন ক্ষেতমজুর, যাঁরা তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। তাদের খুন করার অভিযোগ উঠেছিল সিপিআইএম এর বিরুদ্ধে। ঘটনার খবর পাওয়া মাত্র তৎকালীন রেলমন্ত্রী ও বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ছুটে আসেন নানুরে। এরপর, ২০০১ সাল থেকে বাসাপাড়ায় শুরু হয় শহীদ সমাবেশের প্রচলন, যা এখন এক ঐতিহ্যে পরিণত হয়েছে। স্থায়ী শহীদ বেদীতে যুক্ত হল আরও ১৪ নাম।

শুধু সূচপুরের শহীদরাই নয়, ২০১০ সালে থুপসাড়া অঞ্চলের নেতা সোনা চৌধুরী-সহ আরও ১৪ জন নিহত নেতাকর্মীর নামও এ বছর স্থায়ীভাবে যুক্ত হয়েছে শহীদ ফলকে। সবমিলিয়ে এবার শহীদ সংখ্যা ২৫-এ পৌঁছেছে। ২০২৪ সালে কাজল সেখ শহীদ স্মরণ অনুষ্ঠান নতুনভাবে পুনরুজ্জীবিত করেন। এবছর শহীদ মঞ্চটি সামান্য পিছিয়ে, নতুন রূপে এবং বৃহৎ পরিসরে গড়ে তোলা হয়েছে। স্থায়ী শহীদ ফলকে সংযুক্ত হয়েছে সমস্ত ২৫ জনের নাম, যারা প্রত্যেকেই নানুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী ছিলেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )