শ্রাবণ স্মরণিকা

মৌ চক্রবর্তী (কলকাতা)

শ্রাবণ মাসের বাইশের দিনে
তুমি নাকি চলে গেছো?
রবিঠাকুর,তুমি তো দেখছি
আমাদের মাঝে দিব‍্য আছো!
তোমার গানে,তোমার কাব‍্যে
আমরা তোমায় স্মরণ করি,
বাইশে শ্রাবণ বা পঁচিশে বোশেখ
পুস্প-মাল‍্যে বরণ করি।
মুখটিপে কী হাসছো তুমি
আমার বলার ধরণ দেখে?
আমার সকাল ঝলমলে হয় তোমারই আলো গায়ে মেখে।
আজও দেখি কুমোর পাড়ায়
বিক্রি হচ্ছে কলসি হাঁড়ি,
হাঁটু জলে বোশেখ মাসে,
পার হয়ে যায় গোরুর গাড়ি।
বীরভৃমের ঐ রাঙামাটির
সোনাঝুরির হাটের মাঠ,
বিশ্বভারতী প্রাঙ্গণে হয়
গাছের নীচে পুঁথির পাঠ।
ক‍্যালেন্ডারের পাতায় যদিও
আজ শ্রাবণের বাইশ দিন,
তোমার কাছে তো সব বাঙালির
আ-জন্মের রয়েছে ঋণ।
চলে তুমি যাওনি মোটেও
রয়েছ দেখি সকল প্রাণে,
ভালোবেসে প্রণাম জানাই বাদল দিনের শ্রাবণ গানে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )