লাইফ সেভারের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির

লাইফ সেভারের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির


সংবাদদাতা: আসানসোল:- রবিবার আসানসোল পৌরনিগমের ১৪ নং ওয়ার্ডে  মলয় ঘটকের তৈরী করা গরীব মানুষদের চক্ষু পরীক্ষা, চক্ষু অপারেশন ও চশমা এবং ওষুধ বিতরণ সংস্থা লাইফ সেভার  চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে। বরো চেয়ারম্যান উৎপল সিনহা জানান রবিবার এলাকার গরীব মানুষদের জন্য লাইফ সেভারের পক্ষ থেকে চক্ষু শিবির করা হয় এখানে গরীব মানুষদের চক্ষু পরীক্ষা করে ওষুধ ও বিনামূল্যে অপারেশন করার পর তাদের চশমা বিতরণ করা হয়েছে। ৬০ জনকে চশমা বিতরণ করা হয়েছে বলে জানান বরো চেয়ারম্যান।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )