
এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট রেলপারে
সংবাদদাতা: আসানসোল:- রবিবার আসানসোল পৌরনিগমের ১৪ নং ওয়ার্ডে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন বরো চেয়ারম্যান উৎপল সিনহা। তিনি জানান আসানসোল পৌরনিগমের ১৪ নং ওয়ার্ডে প্রত্যেক বছর কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করা হয় আজকের এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টে ১৬ টা টীম অংশগ্রহণ করেছে। জীবনের মূল শিক্ষা খেলার মাঠ থেকে শুরু হয় এবং রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খেলাকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকেন।
CATEGORIES আসানসোল