
বদলের সঙ্গে বদলারও হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী
ফাইনাল এক্সপোজার: পাণ্ডবেশ্বর:- ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। রাজ্যে ক্ষমতার বদলের সঙ্গে বদলারও হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে মঙ্গলবার পাণ্ডবেশ্বরে দলীয় সভামঞ্চ থেকে সরাসরি এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কয়লা বালি, মাফিয়া বলে আক্রমণ শানান তিনি। কাল বিলম্ব না করে একটি ভিডিও বার্তায় পাল্টা জবাব ছুঁড়ে দেন তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বিজেপির ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকার পানশিউলি মোড় থেকে মাদারবনি পর্যন্ত মিছিল হয় দলের তরফে। পরে দলীয় সভায় বক্তব্যে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতার বদল হবে বলে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। একইসঙ্গে বদলারও হুশিয়ারি দেন তিনি। তার কথায়, ভোটার তালিকা সংশোধনের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না । ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে বাংলাদেশি মুসলমান সহ রোহিঙ্গাদের। সেক্ষেত্রে ছাব্বিশে বাংলায় ক্ষমতা বদল শুধু সময়ের অপেক্ষা মাত্র- প্রকারান্তরে জানিয়ে দেন বিরোধী দলনেতা। এদিন, তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তার আক্রমণ থেকে বাদ যাননি রাজ্যের সর্বোচ্চ কর্তা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা। মঙ্গলবার সভামঞ্চ থেকে সরাসরি এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মাফিয়া বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা। একইসঙ্গে তার দুর্নীতির দোসরদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার প্রস্তুতি চলছে বলে কার্যত হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্যে সমর্থনে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের চিঠির প্রসঙ্গও উঠে আসে বিরোধী দলনেতার কথায়। মঙ্গলবার রাজ্যে আইন-শৃঙ্খলার পাশাপাশি মহিলা নিরাপত্তায় অভিযোগে সুর চড়ান শুভেন্দু অধিকারী।

একইসঙ্গে উত্তরপ্রদেশে যোগীরাজ সহ পার্শ্ববর্তী বিহারের বিজেপি সরকারের সুশাসনের প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। তবে রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগের জবাবে সরব হন এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিরোধী দলনেতার বক্তব্যের তীব্র নিন্দা করেন তিনি। একইসঙ্গে তার সমস্ত অভিযোগ নস্যাৎ করে তৃণমূলের জনভিত্তির প্রমাণে বুধবার বিজেপির সভাস্থলেই পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের তরফে পালটা সভার ডাক দেন তিনি। মঙ্গলবার পাণ্ডবেশ্বরে দলীয় কর্মসূচিতে বিরোধী দলনেতা ছাড়াও এলাকার প্রাক্তন বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিধায়ক লক্ষণ ঘোড়ুই, জেলা বিজেপি যুবনেতা অরিজিৎ রায়, জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
