চোখ

সমীরন দাস (কলকাতা)

ভুল ঠিকানায় খুঁজে যায় চোখ,
দেখে যায় চিরকাল আর থেকে যায় –
রং মাখা জীবনের মৃত্যুকালীন জবানবন্দি হয়ে।
একটু খুশিতেই উদ্দীপিত , দুঃখে চোখে জল
চোখের ভাষা নির্বোধ ও বোঝে , বোঝে মায়াজাল।
তবুও অন্ধকার হতে যা দেখা যায় অথবা যে দৃষ্টিহীন
সে দেখার নির্ভেজাল সত্যিটা চির অমলিন।
অন্যায় দেখে ও যে না দেখে,
তার চোখ স্বার্থপর!
নয়তো ঈশ্বরের মত –
বসে দেবালয়ে হয়েছে পাষান পাথর।
যে দেখে অদূর ভবিষৎ –
সে জ্যোতিষ ও ছেড়েছে ধর্ম ব্যবসার তাগিদে,
আর যে চোখে চোখ রেখে বেসেছে ভালো
সে হয়েছে প্রেমিক কিংবা বসেছে গণদেবতার মসনদে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )