শুভেন্দুর জবাবে পাল্টা মিছিল নরেনের, উপস্থিত দেবাংশু

শুভেন্দুর জবাবে পাল্টা মিছিল নরেনের, উপস্থিত দেবাংশু

ফাইনাল এক্সপোজার:পাণ্ডেশ্বর:-

পাণ্ডেশ্বরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বুধবার বিকেলে পান্ডবেশ্বরে মিছিল করলো তৃণমূল কংগ্রেস। পাণ্ডবেশ্বর বিধানসভা গোগলা অঞ্চলে প্রায় ১২ হাজার মানুষকে নিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার পক্ষ থেকে পানসিউলি স্কুল মোড় থেকে মান্দারমনি কোলিয়ারি পর্যন্ত এই মিছিলটি হয়। বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিল। তৃণমূল কংগ্রেসের মিছিলটিও গোগলা অঞ্চলের পানসিউলি স্কুল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা অতিক্রম করে মান্দারমনি কোলিয়ারি এলাকায় পৌঁছায়। সেখানে একটি সভার আয়োজন করা হয়েছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পাণ্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার ২ ব্লকের সভাপতি কিরিটি মুখার্জি ও শতদ্বীপ ঘটক সহ পাণ্ডবেশ্বর বিধানসভার সকল নেতৃত্ব। মিছিলে জড়ো হওয়া জনতা স্পষ্ট করে দিয়েছিল যে পাণ্ডেশ্বরে শক্তি প্রদর্শনে তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। 

দেবাংশু ভট্টাচার্য বিজেপি এবং শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করে বলেন, দিদি  রান্না করতে করতে একটা পচা আলু জানালা দিয়ে ফেলে দিতেই  জানালার বাইরে বাটি হাতে নরেন্দ্র মোদী আর অমিত শাহ দাঁড়িয়ে আছেন সেগুলো লুফে নিলেন । বিজেপির দিকে তাকান। দেখবেন সব প্রাক্তন তৃণমুল। তৃণমুলের ফেলে দেওয়া ছাঁট মাল।বিজেপি কেবল মিথ্যা অভিযোগ এবং ঘৃণার রাজনীতি করে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস সর্বদা জনগণের পাশে থাকে।দেবাংশু নিজের স্টাইলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে তুলোধনা করেন। বিজেপি ও শুভেন্দু অধিকারীর হিন্দুত্বকেও তিনি একহাত নিয়ে বলেন, রাজনীতির মঞ্চ মন্দির নয়। তাই রাজনীতির মঞ্চে ভগবানকে নিয়ে আসা যায় না। কিন্তু ওরা রামকে নিয়ে এত রাজনীতি যে যেখানে রামমন্দির সেখানেই বিজেপি হেরে গেল ২০২৪ লোকসভা নির্বাচনে।

এদিন জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, জনগণ তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগের কোনও সত্যতা নেই।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )