
এলাকা পরিস্কার রাখতে স্যানিটেশন দপ্তরের সাথে বৈঠক
সংবাদদাতা: আসানসোল:- এই বছর প্রচন্ড বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে জমা জল বার করা নিয়ে স্যানিটেশন দপ্তরের সাথে বৈঠক করলেন আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত। তিনি জানান প্রচন্ড বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে তাই সমস্ত নর্দমা পরিস্কার করার জন্য এবং বড় বড় হাই ড্রেনে জমে থাকা ময়লা পরিস্কার করতে বলা হয়েছে দরকার পড়লে জেসিবি এনে ময়লা তুলতে হবে। জমা জলের জন্য বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে সেইসব জায়গায় গিয়ে জনগণকে সচেতন করা হচ্ছে।
CATEGORIES আসানসোল

