
এক ঘন্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের একাধিক এলাকা
ফাইনাল এক্সপোজার: আসানসোল:-বৃহস্পতিবার দুপুরের প্রবল বৃষ্টিতে আসানসোল শহরের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে গেছে। মেয়র বিধান উপাধ্যায় জুবিলী মোড় হয়ে সেনরেলে জলমগ্ন রাস্তা দিয়ে যাবার সময় জানান এডিডিএর পক্ষ থেকে রাস্তা তৈরী করা হচ্ছে বেসরকারি হাসপাতালের কাছে একটা বড় নালা থাকার কারণে নালা ছাপিয়ে জল রাস্তায় চলে আসার কারণে জলমগ্ন হয়েছে। তাছাড়া রেলদপ্তরের পাঁচমুখ পোলের মেরামত কারণে জল জমে যাচ্ছে। উল্লেখ্য সেনরেলে যাবার বিবেকানন্দ সরণীতে জেলা শাসকের অফিস, শ্রম দপ্তরের অফিস, সরকারি ও বেসরকারি হাসপাতাল রয়েছে এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। অন্যদিকে হটন রোড, এস বি গরাই রোড রেলপার থেকে শুরু করে শিল্পাঞ্চলের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এই নিম্নচাপের কারণে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা গেছে।