তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীর ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জাতীয়তাবাদী মিছিল

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীর ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জাতীয়তাবাদী মিছিল

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে নিরীহ ভারতীয়দের রক্তে বারবার রক্তাক্ত হয়ে উঠেছে কাশ্মীর সহ ভারতের বিভিন্ন এলাকা। নাশকতা ছড়িয়ে শান্ত ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে। গত ২২ শে এপ্রিল এরকমই এক অতর্কিত আক্রমণে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মেরে ফেলে। ঘটনার ভয়াবহতা দেখে ভারত সহ সমগ্র বিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে। প্রত্যাঘাত করে ভারতের বীর জওয়ানরা প্রথম আঘাতেই পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটির পাশাপাশি পাকিস্তানে অবস্থিত একাধিক জঙ্গি ঘাঁটিগুলিও ধ্বংস করে দেওয়া হয়। সেই আঘাত প্রতিহত করার মত ক্ষমতা পাকিস্তানের সেনাবাহিনীর ছিলনা। উল্টে পাকিস্তানের প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনী চূড়ান্ত অবহেলায় প্রতিহত করে। দুর্ভাগ্যক্রমে কয়েকজন ভারতীয় বীর জওয়ান শহীদ হন। দেশের সার্বভৌমত্ব, অখন্ডতা বজায় রাখা এবং শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব ও অসমসাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের জন্য দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার প্রায় সবকটি

বিধানসভার বিভিন্ন প্রান্তে জাতীয়তাবাদী মিছিল বের হয়। রবিবার বিকেলে আসানসোল শহরে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি ও মহিলা তৃণমূল কংগ্রেসের আসানসোলের উত্তর বিধান সভা ব্লক ১ র পক্ষ থেকে একটি পদযাত্রা বার করা হয়।

জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে হওয়া এই পদযাত্রা জিটি রোডের গীর্জা মোড় থেকে শুরু হয়ে রাহালেন মোড় পর্যন্ত যায়। এই পদযাত্রায় বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ছিলেন। যাদের সকলের হাতে ভারতের জাতীয় পতাকা ছিল। অভিজিৎ ঘটক ছাড়াও, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মহিলা সভানেত্রী, অনিমা চক্রবর্তী এবং দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেখানে বক্তব্য রাখেন জেলা আইএনটিটিইউসি সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। তিনি ভারতের জাতীয় ঐক্যের দৃষ্টান্ত তুলে ধরেন। মিছিলে কাউন্সিলার, ওয়ার্ড সভাপতি সহ সাধারণ তৃণমূল কর্মী ও বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এর নেতৃত্বে অপর একটি জাতীয়তাবাদী মিছিল বের হয় বারাবনি ব্লকে। মিছিলে অংশগ্রহণ করেন অসংখ্য তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ। মিছিলের পক্ষ থেকে বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক ভারতীয় জওয়ানদের কাহিনী তুলে ধরেন এবং দেশের জাতীয় ঐক্য বজায় রাখার জন্য সবার কাছে আবেদন করেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )