
অন্ডালে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী: অন্ডাল
:- অন্ডাল
রেল স্টেশন সংলগ্ন এলাকায় অতর্কিতে অভিযান চালিয়ে দশটি পিস্তল সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আশরাফুল আনসারি ওরফে চানা নামে এক কুখ্যাত অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান রাজ্যের বিভিন্ন প্রান্তে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো জড়ো করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গত এক সপ্তাহ ধরে এসটিএফ অস্ত্র পাচারের এই চক্রের উপর নজরদারি চালাচ্ছিল। অবশেষে গভীর রাতে অন্ডাল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি বিহারের বাঁকা জেলার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একাধিক পিস্তল, কার্তুজ ও অন্যান্য আগ্নেয়াস্ত্র। আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে এসেছে ও কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে ও মূল পাণ্ডা কে পুলিশ সেটা জানার চেষ্টা করছে। যদিও ইতিমধ্যে কত অস্ত্র পাচার হয়ে গেছে সেটা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়েছে।