
সকাল-সকাল চাঞ্চল্য মুর্শিদাবাদে, বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি হানা, কী দানা বাঁধছে?
রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালের ১৭ এপ্রিল তিনি গ্রেফতার হন। ২০২৪ সালে জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্ত আছেন। হঠাৎই সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালের ১৭ এপ্রিল তিনি গ্রেফতার হন। ২০২৪ সালে জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্ত আছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাত দুটোর সময় মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক জায়গায় হানা দিয়েছে। সোমবার ভোরেই বড়ঞার আন্দি গ্রামে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, নিজের বাড়িতেই আছেন বিধায়ক ও তার পরিবার। ইডি সূত্রে জানা গিয়েছে, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বাড়ি থেকে চলে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি ও সিআরপিএফ জওয়ানরা। সকাল থেকেই শুরু হয়েছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ২০২৩ সালে এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা দেয়। মোবাইল ফেলে দেন পুকুরে। মোবাইল ফোন উদ্ধার হয় দু’দিন পর। তারপর তাকে গ্রেফতার করা হয়।