মেঘ!
শক্তি কুন্ডু (কলকাতা)

মেঘ নামেই ডেকো নাহয়,
অাবার যদি ফিরে আসি…!
আবার যদি তর্কেমাতি …
ঝড় বলো…!
যখন তখন কেঁদে ফেললে আদর করো
আগের মতন…!
কথা দিচ্ছি,
দেওয়াল জুড়ে ফাটল এলে হৃদয়টাকে আগলে নেবো!
তৃতীয় কারোর গল্প হলে
হিংসে ছেড়ে বিশ্বাসে মন ডুবিয়ে দেবো!
বিচ্ছেদে নয়,
পাশেপাশে হাঁটার জন্য তৈরী হবো..
অতীত ঘরে ফিরে এলে
মেঘই বলো ,
মেঘ বললেই বৃষ্টি হওয়ার ইচ্ছে হবে!
ইচ্ছে থেকেই ভেজার জন্য মন চাইবে,
দুপুরবেলা সকালবেলা বয়ে গেলো…তাতেই বা কি!!
আমরা দুজন সন্ধে হওয়ার আগের রোদে
ভিজবো না হয়
বৃষ্টি হয়ে..বৃষ্টি ফোটায়!
গল্প হবো ,উপন্যাসের জন্ম দেবো…কাব্য করে
সে সব কথা মেলায় মেলায় ছড়িয়ে দিয়ে
মেঘ ভাঙবো…
দু এক জনের !
তাই বা কি কম!!
তুমি আঁকবে নতুন রোদের চিত্রমালা…
আমি গাইবো গর্ভবতী মেঘের কথা
লালন সাঁইয়ের গানের ভাষায়…!
শুনবে সবাই,
সবাই সবার মতন করে…জীবনদশায়
একবার নয় ,
অনেকবারই বিচ্ছেদ হয় অনেকেরই,
কিন্তু মেঘ আসেনা অনেকেরই অতীত ঘরে!
উড়ে বেড়ায় এক আকাশেই
অন্য রকম মেঘের সাথে…
আমরা দুজন বৃষ্টি হয়ে ভিজবো যখন
তখন দেখো, অন্য অন্য মেঘের বুকেও
বৃষ্টি এসে উঁকি দেবে….
হয়তো দেবে!
দিক বা না দিক ,
আমায় তুমি বৃষ্টি দিনেও মেঘই ডেকো…
মেঘের জন্যই বৃষ্টি এলো মনে রেখো…
পাগলা হাওয়ার বাদল দিনে…!