
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে মূর্তিতে মাল্যদান
সংবাদদাতা: আসানসোল:- শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবসে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে এবং রবীন্দ্র ভবনের ভেতর রবীন্দ্রনাথের প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, দিব্যেন্দু ভগত, কাউন্সিলর শ্রাবণী মন্ডল সহ বিভিন্ন নেতৃত্ব। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে মনিষীদের জন্ম ও মৃতুবার্ষিকী পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনিষী তার চিন্তাধারা বিরল আমরা তার আদর্শের মাধ্যমে চলার চেষ্টা করে যাচ্ছি তার মতো মনিষীকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের ধন্য মনে করি। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবসে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে এবং টেগোর রোডে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ২০০ র উপর গাণ লিখে গেছেন সেইসব গাণ স্মরণীয় হয়ে রয়েছে।
