কবিতা

শান্তি দাস (কলকাতা)

কবিতা শুধু লিখে গেলাম, পেলাম না তো দাম।
মন দিয়ে শুনলো না কেউ, করলো না সম্মান।
পেন টা তবু মারে উঁকি, দেখি খাতার পাতায়,
মনকে বোঝায়, বাঁচার আশা আছে কবিতায়।
কবিতার কল্পনাতে, যখন আমি পেলাম সৌরভ।
মনকে বুকে জড়িয়ে নিয়ে,ভরিয়ে দিলাম গৌরব।
কবিতাকে সাজাবো আমি, ঠিক যেনো রানী।
জনগণের কাছে দাম থাকবে একটু খানি।
কবিতার গন্ধে যাবে আকাশ বাতাস ভরে।
চন্দ্র সূর্যের আশির্বাদ রাখবে আমায় ঘিরে।
কবিতার ছন্দ দিয়ে, গাঁথবো ফুলের মালা।
সরস্বতী যদি আমায় না করে অবহেলা।
কবিতার জগতে আমি যেনো শিরোমণি।
আমার শিরে হাতটি যদি, দেন জ্ঞানীগুণী।
কবিতাকে বাসবো ভালো,রাখবো বুকে ধরে।
অমর হয়ে রব আমি কবিতার দ্বারে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )