উপহার
সুনন্দা হালদার (কলকাতা)

তোমাকে এক আকাশ মেঘ দিলাম
তুমি আমাকে দিলে একটা বৃষ্টি দিন।
একটা খোলা মাঠ দিলাম তোমাকে,
তুমি দিলে সাজানো ফুলের বাগান।
একটা ছোট্ট নদী দিলাম উপহার
তুমি দিলে ঢেউয়ে উথাল-পাথাল সাগর।
তোমাকে সাত পাহাড়ের ঝরনা দিলাম
উপহার পেলাম সাত রঙের রামধনু।
সবুজে সাজানো রূপশালী ধানক্ষেত দিলাম,
তুমি নবান্ন উপহার দিলে অগ্রহায়ণে।
এক আকাশ তারা ভরা রাত দিলাম
তুমি স্বপ্নে ভরালে পুবের জানালা।
তোমাকে আস্ত একটা দেশ দিলাম
তুমি কাঁটাতারের বেড়ায় করলে বিভক্ত।
আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি
তুমি কিন্তু নির্বিকার, ভাবলেশহীন।
এখন আমার মুঠো ভরা কেবল শূন্যতা
দেখি তুমি কেমন করে পূরণ করো…
CATEGORIES কবিতা