
নিয়ামাতপুরে যুবককে গুলি করে হত্যা, তদন্তে পুলিশ
ফাইনাল এক্সপোজার, কুলটি:- শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কুলটি থানার রহমান পাড়াতে জাভেদ বারীকে স্কুটারে দুই যুবক খুব কাছ থেকে গুলি করলে এলাকাবাসীরা প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে প্রাক্তন মেয়র পরিষদের সদস্য মীর হাসিম ঘটনাস্থলে পৌঁছে জানান মৃত যুবক দিল্লি স্কুলের শিক্ষক সৈয়দ আবদুল বারির ছেলে জাভেদ বারিকে গুলি করা হয়েছে জাভেদ বারি আসানসোল পৌরনিগমের মাষ্টার রোলে কাজ করে খুবই ভালো এবং শান্ত ছেলে হিসাবে সুনাম আছে। পুলিশ জেলা হাসপাতালে নিয়ে গেছে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তাদের দাবি অবিলম্বে দোষীকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি জানান সিসি ফুটেজে দেখা গেছে দুটো ছেলে স্কুটারে করে যাবার সময় খুব কাছ থেকে গুলি করেছে।
CATEGORIES আসানসোল