বিষাক্ত ছোবল
কাকলী ভট্টাচার্য্য (কলকাতা)

পুরুষ কেন কাঁদবে, এ কেমন বিচার!
সহন দহন সব তারই হবে অপার,
নরম মনের ক্ষতগুলো রক্তে যতই ভিজুক
পুরুষ মানেই বলিষ্ঠতা, শক্ত চোয়াল চিবুক।
কেউ যেন না চিনতে পারে, সেও খানিক লাজুক লজ্জা নাকি নারীর ভূষণ, পুরুষ কেবল শোষণ। গরল ধরা তারই কণ্ঠে, জ্বালাও সবই তার উদ্দ্গীরণ করলে পরেই তৈরী কারাগার।
বিষাক্ত সব ছোবল নাকি তারই বিষের রসে, সমাজ জীষণ ভালই আছে, পুরুস যে তার বশে, কলঙ্ক দায় সেই নেবে, অন্ধকারও হাতে,
আলোর দাবী মায়াবীদের রঙিন ছলনাতে।
পুরুষ তুমি নিজের নও সফল করল অন্যে ভাঙলে পরে নিজের দায়, আপন খুনের জন্যে।
ত্রাতা মদি পুরুষ হত, সামলে চল তখন,
হালকা কর মনের বোঝা, অনুভূতির ওজন।।
CATEGORIES কবিতা