সরকারি পোলট্রি মুরগীর ফার্ম থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের

সরকারি পোলট্রি মুরগীর ফার্ম থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের

তন্ময় মাহারা: মালদা:- সরকারি পোল্টি মুরগির ফার্ম থেকে দুর্গন্ধ। অতিষ্ঠ ওয়ার্ড বাসিরা। প্রতিবাদে বিক্ষোভে সামিল ওয়ার্ডের মহিলা এবং পুরুষরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিকরা। আজ সকাল থেকেই মালদা শহরের গৌড়রোড এলাকায় অবস্থিত সরকারি এই পোলট্রি মুরগীর ফার্ম থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ তুলে আশপাশের এলাকার বাসীন্দাদের বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে হাজির ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিক্ষোভকারীরা তাদের কাছে পোলট্রি ফার্মের দুর্গন্ধ বন্ধ করার জোরালো দাবী জানান। বিক্ষোভকারীদের সমস্ত কথা শুনে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুচ চৌধুরী জানান, ইলেকট্রিক ফন্টের কারণে পোলট্রি ফার্মে দশ হাজারের মতো মুরগী মারা গিয়েছিল। তা থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। মারা যাওয়া মুরগী অন্যত্র সরিয়ে নষ্ট করা হয়েছে। এখন দুর্গন্ধ বন্ধ করার চেষ্টা চলছে। অন্যদিকে এই বিষয়ে প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিকরা জানান কলকাতা থেকে ইতিমধ্যে একটি টিম এসেছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে তবে এই মুহূর্তে আর গন্ধ নেই। 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )