
আসানসোলের পূজা কার্নিভাল এলাকা পরিদর্শন
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- গতবছর থেকে দূর্গাপুরের সাথে আসানসোল শহরেও দূর্গাপূজার পর দূর্গা প্রতিমা নিয়ে কার্নিভালের আয়োজন করা হয়েছিল। আসানসোলের বাসিন্দাদের দীর্ঘদিনপর ইচ্ছা ছিল কলকাতার পূজা কার্নিভালের মতো শিল্পাঞ্চলে সেইরূপ পূজা কার্নিভালের আয়োজন করা হোক অবশেষে মমতা ব্যানার্জীর নির্দেশে শিল্পাঞ্চলেও দূর্গাপূজার পর পূজা কার্নিভালের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার আসানসোলের ভগৎ সিং মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত প্রস্তাবিত পূজা কার্নিভালের এলাকা পুলিশ প্রশাসন, সরকারি আধিকারিক এবং আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ বিভিন্ন পুলিশ আধিকারিক এবং আসানসোল পৌরনিগমের আধিকারিকরা পরিদর্শন করলেন। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান গত বছর প্রথম বছরের কার্ণিভাল থেকে বেশি সংখ্যক জনগণ উপস্থিত হয়েছিলেন আশাকরা যাচ্ছে এই বছর তার থেকে বেশি জনগণ আসবে। পূজা কার্নিভালের সময় কোন অসুবিধা যেন না হয় তা খতিয়ে দেখা হয়েছে।


