পাণ্ডবেশ্বরে প্রবলবর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ পরিদর্শনে বিধায়ক, রাস্তার গুণগত মান খারাপের জন্য বন্ধ করলেন রাস্তার কাজ

পাণ্ডবেশ্বরে প্রবলবর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ পরিদর্শনে বিধায়ক, রাস্তার গুণগত মান খারাপের জন্য বন্ধ করলেন রাস্তার কাজ

ফাইনাল এক্সপোজার: পাণ্ডবেশ্বর:- বিগত বছরের হইতে এই বছর প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে সব রাস্তার কাজ চালু হচ্ছে। এবং বিশেষ করে পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় হইতে পাণ্ডবেশ্বর রেলগেট পর্যন্ত আগামী ৭ তারিখ কাজের পর্যবেক্ষণ হবে ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেরিয়া- বরগড়িয়া রাস্তাটি ৭ কোটি টাকা ব্যয়ে কাজ অবিলম্বে শুরু হবে। আজ থেকে শুরু হয়েছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোর হইতে হেতেডোবা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ। রাস্তার কাজের গুণগতমান খারাপ হওয়ার জন্য রাস্তা মেরামতের কাজ বন্ধ করলেন খোদ বিধায়ক।

বিধায়ক বলেন, বিগত ২৫ বছরে এই ধরনের বর্ষা সাধারণ মানুষ দেখেনি তাই পাণ্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তা এই বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে প্রত্যেকটি রাস্তা মেরামত ও নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আজ যে সরপি মোর হইতে রাস্তাটি মেরামতের কাজ হচ্ছিল, তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের। তাই মানুষের টাকা,মানুষের কাজ, কোনোভাবেই নিম্নমানের সামগ্রী দিয়ে করা যাবে না তাই রাস্তার কাজ বন্ধ করলাম।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )