প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তা পরিদর্শন বিধায়ক সহ সরকারি আধিকারিকদের

প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তা পরিদর্শন বিধায়ক সহ সরকারি আধিকারিকদের

সত্যনারায়ণ সিং,পাণ্ডবেশ্বর:- প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর রেলগেট হইতে ফুলবাগান পর্যন্ত রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জনসাধারণের চলাচল সমস্যার সম্মুখীন হয়েছিল উল্টে ছিল বিভিন্ন যাত্রীবাহী টোটো। সেই রাস্তার পুনঃনির্মাণের জন্য PWD আধিকারিকসহ সকল সরকারি আধিকারিকদের নিয়ে পরিদর্শন ও আলোচনা হয়। এবং পাণ্ডবেশ্বর ওভার ব্রিজের নিচে AC বাস স্ট্যান্ড ও সৌন্দর্যায়নের জন্য জায়গা চিহ্নিতকরণ করা হলো। উপস্থিত ছিলেন, পাণ্ডবেশ্বরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রেলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মনোজ কুমার সিং, পি ডব্লিউ ডি ইঞ্জিনিয়ার, পূর্ত কর্মদক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য আধিকারিকগণ।

এই প্রসঙ্গে বিধায়ক বলেন, বিগত ২৫ বছরে এ ধরনের বর্ষা শিল্পাঞ্চলে হয়নি। তাই পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটি রাস্তার কাজ অতি শীঘ্রই চালু হবে এবং কিছু রাস্তা হয়েছে। পাণ্ডবেশ্বর রেলগেট হইতে ফুলবাগান মোড় পর্যন্ত রাস্তাটি মূলত রেলের NOC জটে আটকে ছিল। আজ রেলের আধিকারিকরা খতিয়ে দেখলেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই  NOC পেয়ে গেলেই অতি শীঘ্রই কাজ চালু হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )