সরকারি নির্দেশ অমান্য করে বিএলও নির্ধারণ করছেন পান্ডবেশ্বর বিধায়ক,  জিতেন্দ্র তিওয়ারির

সরকারি নির্দেশ অমান্য করে বিএলও নির্ধারণ করছেন পান্ডবেশ্বর বিধায়ক,  জিতেন্দ্র তিওয়ারির

ফাইনাল এক্সপোজার: আসানসোল:- শণিবার দুপুরে আসানসোলের গোধূলি রোডে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারির বাসস্থান তথা দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি পান্ডবেশ্বর বিধানসভার বিধায়কের বিরুদ্ধে সরকারি নির্দেশ উলঙ্ঘন করে অবৈধভাবে ভোটার তালিকা কাজে নিয়োগ করছেন। তিনি অভিযোগ করেন পান্ডবেশ্বর বিধানসভার ২৩৯ টা বুথের মধ্যে ১০৩ টা বুথের বিএলও কে অন্য জায়গা থেকে আনা হয়েছে যা সরকারি আইন বিরুদ্ধ। বিজেপির কর্মীরা সব তথ্য সংগ্রহ করে মূখ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন যাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ব্যাপারটা গুরুত্ব সহকারে তদন্ত করেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )