স্তরীভূত ভাবনা

মৌ চক্রবর্তী (কলকাতা)

চল্লিশ থেকে পঞ্চাশ, বয়সটা অবহেলার নয়
শরীর আর মন উভয়েরই যত্ন করতে হয়।
অভিমানের পাহাড় জমে এই বয়সেই বেশি
পারিবারিক স্নেহ-প্রীতি ও মান‍্যতা প্রত‍্যাশী।
আপনজনের থেকে যদি কটূক্তি সে শোনে
ঘুমের ভানে মনে মনে মৃত‍্যু প্রহর গোনে।
আত্মজনের দুশ্চিন্তায় নানান ব‍্যাধি জোটায়
কান্না বুকে ঢেকে, সবার মুখের হাসি ফোটায়।
অল্প অবহেলাই তার প্রাণের কোথায় বাজে
চক্ষু মুছে সংসারে সে থাকে নানান কাজে।
সকাল থেকে রাত্রি আসে কাজের চাপ যে বাড়ে,
কেউ বোঝে না এ বয়সটা কতটুকুই বা পারে!
তবুও তাকে চলতে হবে নিয়ম নিগড়ে বাঁধা
চকমিলানো সমাজটা তার লাগায় চোখে ধাঁধা।
ভাবে বসে হঠাৎ করেই হারিয়ে যেতাম যদি
নিজের মতো তরতরিয়ে বইতো জীবন নদী!
কখনো ভাবে সব ছেড়ে সে যাবেই যাবে চলে
ভাবনা এসে ফিসফিসিয়ে কতো কথাই বলে।
আসলে তার সংসার হলো আগলানো ভালোবাসা
তাকেও সবাই আগলে রাখুক এই বয়সটার আশা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )