ভালোবাসার টানে

সঙ্গীতা কর (কলকাতা)

প্রথম দর্শনেই প্রেম??
না না একেবারেই বিশ্বাস করিনি
তোমাকে কতোবার দেখেছি
কই প্রেম আসেনি তো
ছবি দেখে মুগ্ধ হয়েছি
বারবার এদিক ওদিক ঘুরিয়ে দেখেছি
একটু বড়ো করে দেখেছি একটু ছোটো করে দেখেছি
দিনশেষে সে অনুভূতিকে ইচ্ছে নামে ডেকেছি,
সামনাসামনি দেখা হলো যেদিন
আমি নিষ্পলকে তাকিয়ে থেকেছি
পার্কের আলো আঁধারি আমাদের মায়াবী করেছে
রাতের শূন্য বিছানায় মরীচিকা খুঁজেছি
আমি বুঝেছি, আমি বুঝেছি এ আমাদের দুই প্রান্তের আকর্ষণ
পরদিন আবার ছুটে গেছি দেখতে
তুমি বললে প্রেমে পড়েছ বুঝি?
আমার উত্তরহীন বুক তখন কেবল খালি খালি লাগতো
প্রেম কি? কেমনই বা হয় তা?
ভাবতে ভাবতে কয়েকটা দিন অতিক্রান্ত
তারপর একদিন তোমার ফোন এলো
তুমি বললে বাড়ি থেকে দেখাশোনা চলছে,
অন্যের হয়ে যাবে শুনে মনে রোগ বাঁধলো
বুকে ঝড় এলো
আমি তছনছ হয়ে গেলাম
ভাবলাম জীবনটা বুঝি এখানেই শেষ
বিকেলে অসুস্থ শয্যার পাশে তুমি
আমার শীর্ণতায় হঠাৎ ফাগুন বাতাস এলো
আমার পদ্মকলি চোখে শরৎ এলো
তোমার স্পর্শে শীত এলো রোমাঞ্চ নিয়ে
তোমার অতি স্পর্শে আমিও উষ্ণ হলাম
বুঝলাম আমার চারদিকে গ্রীষ্মের দহন
আমাকে জ্বালিয়ে পুড়িয়ে তুমি অন্যের হবে
ভাবতেই চোখ ভর্তি করে বর্ষা এলো
আমার সবটুকু জুড়ে তুমি
আমার শরীরে-মনে তখন ঋতুর খেলা
যাবার আগে শেষবারের মতো জানতে চাইলে
ভালোবাসি কিনা?
আমি কিছু বলতে পারলাম না
কন্ঠে তুলে নিলাম “আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে”
কি জানি কি বুঝলে
চলন্ত পা থামিয়ে মুখের দিকে তাকিয়ে র‌ইলে
তোমার আর যাওয়া হলো না।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )