মনপাখি

সঙ্গীতা মুখার্জী মণ্ডল (দুর্গাপুর)

এই যে ভালোবাসতে না পারার যন্ত্রণা
এ যন্ত্রণা বোঝায় কি করে!
লেখার আগেই শেষ হয়ে যায় রাস্তা
কোনো সিগন্যাল নেই তবুও মৃত্যুরোগ
ভরা ভাদ্রে তোমাকে ভুলে যাওয়া অভিশাপ হলো,,,,
একটি চিঠিও আসে নি এপারে
এও সম্ভব বলো ! নদী ভর্তি অথচ জল নেই,,,
এই অসম্ভব কে সম্ভব করেছো তুমিই
ভালো থাকার এক অসম্ভব প্রচেষ্টার সাক্ষী রইলে তুমি
ঘর হলো সংসার হলোনা
মন ঘরের জানালা গুলো বন্ধ হয়ে গেলো অজান্তেই
এ পাখি বুঝে নিতে বলে দিনের শেষে হাত দুটো কেবল নিজের হয়
বাসা বদলায় কিন্তু মন সে কি বদলায়!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )