চোখে অহংকারের গুড়ো মশলা

মহুয়া বিশ্বাস (বনগাঁ, উত্তর ২৪ পরগনা)

এই যে তোমার চোখের দৃষ্টিতে কেমন অহংকারের মশলা ছিটিয়ে রেখেছো… অস্থির দৃষ্টি,
বিপরীত মেরুর কোনো চোখের দিকে স্থিরভাবে দুদণ্ড চোখ রাখতে পারো না !
ভয় নয়, লজ্জা নয়, এ এক নিদারুণ অহংকার!
অন্তরের গভীরতায় অহংকারের বীজ বুনেছো.. অঙ্কুরের খবর আসে তোমারই কাঁচের জানলা দিয়ে ;
চোখ দিয়ে হৃদয় ছুয়ে দেখেছো?
মনের পাশে বন্ধুর মতো শান্ত, শীতল হয়ে কখনো বসেছো?
মনের ভিতরে থাকা অহংকারের গুড়ো মশলা কেন অকারণে ছড়াচ্ছো.. ঘরে, বাইরে, উঠোনে, পাশের বাড়ি, রাস্তায়, দোকানে!
পুটলী বেঁধে নিজের কাছে রাখো কিম্বা জলে ভাসাও।

শান্ত দৃষ্টির মধ্যে একটা স্থিরতা আছে, নৈকট্যতা আছে, ঘনিষ্ঠতা আছে।
ঐ চোখের ভিতর আকাশ ভাসে, চাঁদ, সূর্য, পৃথিবী হাসে।
ঊজ্জ্বল নক্ষত্রের দেশ! অসীম জগৎ! ঐ আলোমাখা চোখের ভিতর!
ঐ চোখের দৃষ্টি সংকীর্ণতাকে ছাপিয়ে সমগ্র জগতে আলো ছড়ায়, সুবাসে ভরায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )