শারদ উৎসবকে উপলক্ষ্য করে সালানপুর থানার উদ্যেগে সমন্বয় সভা রূপনারায়ানপুরে

শারদ উৎসবকে উপলক্ষ্য করে সালানপুর থানার উদ্যেগে সমন্বয় সভা রূপনারায়ানপুরে

কাজল মিত্র: সালানপুর:- হাতে গোনা আর কয়েকটি দিন, তার পরই বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে পুজো কমিটিগুলিকে পুজোর অনুদান দেওয়া শুরু করেদিয়েছে। এবার নির্বিঘ্নে আসন্ন পুজো অনুষ্ঠিত হতে সদা তৎপর প্রশাসনও। সেই মতো মঙ্গলবার আসন্ন শারদ উৎসবকে উপলক্ষ্য করে সালানপুর থানার তত্ত্বাবধানে একটি সমন্বয় সভা করা হয়। এদিনের এই সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয় রূপনারায়ানপুর নান্দনিক হলে।মঙ্গলবার বিকেলের এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এসিপি(কুলটি)এস.কে জাবেদ হোসেন,এসিপি ট্রাফিক(১)সৌরভ চৌধুরী,সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা, সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা এবং সালানপুর ব্লকের পুজো কমিটির সদস্য বৃন্দ।
এদিনের আলোচ্য বিষয় ছিল আসন্ন শারদ উৎসবের শন্তি – শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা।
এইদিনের বৈঠকে আসন্ন পুজোয় সরকারি নিময় সমস্ত পূজা কমিটি কে মেনে চলার এবং কোনো ভাবেই শব্দ বাজি ও ডিজে না বাজানোর পরামর্শ দেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি। এছাড়াও তিনি পুজো কমিটিগুলোকে যথেষ্ট পরিমাণে ভলান্টিয়ার নিয়োগ এবং পূজা মণ্ডপ ও গাড়ির পার্কিং জোনে সিসিটিভি লাগানসহ একাধিক গাইড লাইন মেনে চলার নির্দেশ দেন।
এসিপি কুলটি এস.কে জাবেদ হোসেন পুজো কমিটিগুলোকে
সমস্ত সরকারি গাইড লাইন মেনে চলার কথা বলেন এছাড়াও উচ্চস্বরে ডিজে ও শব্দ বাজি নিয়ে পুলিশের তরফে নিয়মিত অভিযান করা হবে বলে জানান। তাছাড়াও পুজোকমিটিগুলিকে আসন্ন পুজোয় সজাগ – সতর্ক কথা বলেন তিনি। তিনি এও বলেন পুজোর সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে পুজো কমিটি গুলি যেন সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )