
দুদিন ধরে নিখোঁজ থাকা যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় রূপনারায়ণপুর ফাঁড়িতে পূর্ন তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার
কাজল মিত্র: সালানপুর:- ঘটনা সম্পর্কে জানা যায় যে শনিবার সকালে সালানপুর থানা এলাকার কল্ল্যা গ্রাম পঞ্চায়েতের কাকুরকুন্দা গ্রামের পাশের জঙ্গল থেকে দুদিন ধরে নিখোঁজ থাকা আলোকা কিসকু নামে বয়স 23 এর এক যুবতীর ঝুলন্ত দেহ একটি পলাশ গাছের মধ্যে থেকে উদ্ধার হয় ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । তবে ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং পরিবারের লোকজন এলে মৃতদেহ গাছে থেকে নামিয়ে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
তবে রবিবার সকালে মৃতা যুবতীর পরিবারের লোকজনেরা রূপনারায়নপুর ফাঁড়িতে এসে অভিযোগ করেন যে তাদের মেয়ে অলকা কিসকু আত্মহত্যা করেনি তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে।
তারা জানান তাদের পরিবারের মেয়ে অলকা কিসকু, অভিমান করে বাড়ি থেকে দুদিন আগে বেরিয়ে গেছিল তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। তবে তারা শনিবার সকালে জানতে পারে যে তাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে সালানপুর থানার কল্ল্যা গ্রাম পঞ্চায়েতের কাকুরকুন্দা এলাকার এক জঙ্গলে তাদের মেয়ে অলকা কিসকুর ঝুলন্ত দেহ পাওয়া গেছে এই খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা মৃতদেহ সনাক্ত করে জানতে পারে সে তাদেরই মেয়ে।
তারা গিয়ে দেখেন যে অলকা কিসকু একটি ছোট্ট পলাশ গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে তবে তার হাটু মাটিতে ঠেকানো অবস্থায়।তারা জানান যে তাদের মেয়ে অভিমান করে গেলেও আত্মহত্যা করতে পারে না।
নিশ্চয়ই কেউবা কারা তাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে এমনই দাবী জানিয়ে তারা রূপনারায়নপুর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং ঘটনার পূর্ণ তদন্ত চান।
এদিন জিতপুর পঞ্চায়েত এর উপপ্রধান সুজিত মোদক জানান তারা ঘটনার সম্পর্কে যখন জানতে পারেন যে রামপুর গোসাই পাড়া বাসিন্দা এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে কাকুর গুন্দা গ্রামের পাশের জঙ্গল থেকে তারা সেই মুহূর্তে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন এবং এটি হত্যা না আত্মহত্যা তার পূর্ণ তদন্ত চেয়ে পরিবারের লোকজনের সাথে রূপনারায়ণপুর ফাঁড়িতে এসে লিখিত অভিযোগ করেন।
