দুর্গাপুজাকে সামনে রেখে বারাবনী থানার উদ্যোগে এক বেসরকারি হলে আয়োজিত হল সমন্বয় সভা

দুর্গাপুজাকে সামনে রেখে বারাবনী থানার উদ্যোগে এক বেসরকারি হলে আয়োজিত হল সমন্বয় সভা

কাজল মিত্র: বারাবনি:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নির্দেশে বারাবনী থানার উদ্যোগে  আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত করা হলো  দোমহানি এক বেসরকারি প্রেক্ষাগৃহে ।বৃহস্পতিবার  দিন এই বৈঠকে উপস্থিত হন সি আই হিরাপুর অশোক  কুমার মহাপাত্র , বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী।

বারাবনি  ব্লকের বিডিও বিনায়ক কুমার (আইএস), জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি , সহ বিদ্যুৎ দপ্তর পিএইচই দপ্তর, এক্সাইজ ডিপার্টমেন্ট। ওপঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ  অন্যান্য আধিকারিকরা এদিন বারাবনি ব্লকের সরকারি অনুমতি প্রাপ্ত ৩৬ টি দুর্গাপুজা কমিটির সদস্য এবং তাছাড়াও সরকারি অনুমতি না পাওয়া বেশ কিছু পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।এদিনের সভায় এই বার দুর্গাপুজো যেন শান্তিপূর্ণ ভাবে হয় সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।এইদিনের বৈঠকে সি আই  অশোক কুমার মহাপাত্র  জানান  সরকারি নিময় মেনেই  সমস্ত পূজা কমিটি কে  চলতে হবে,কোনো ভাবেই শব্দ বাজি ও ডিজে বাজানো যাবে না।প্রতিটি পূজা কমিটির ভলান্টিয়ার নিয়োগ করতে হবে।এবং পূজা মণ্ডপ ও গাড়ির পার্কিং জোনে সিসিটিভি লাগাতে হবে। তাছাড়াও তিনি বিভিন্ন গাইড লাইন মেনে চলার নির্দেশ দেন। সেদিন বারাবনি থানা ইনচার্জ দিব্যেন্দু মুখার্জী জানান সরকারি গাইড লাইন সমস্ত পূজা কমিটিকে মেনে চলতে হবে।ডিজে ও শব্দ বাজি নিয়ে নিয়মিত পুলিশের তরফে অভিযান করা হবে।তাছাড়াও তিনি বলেন সমস্ত পূজা কমিটিকে সতর্ক থেকে পূজার দিন গুলি যাতে ঝুট ঝামেলা না হয় তার দিকে নজর দিতে হবে।কোথাও কিছু অঘটন ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোরও আর্জি জানান তিনি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )